Testimonial

মোছাঃ সুফিয়া খাতুন

প্রধান শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

“অধ্যয়ন” সফটওয়্যারটি ভিকারুননিসা নূন স্কুল ডিজিটালাইজেশনে ভূয়সী প্রশংসার দাবীদার। প্রতিষ্ঠানের প্রয়োজনে সকল ডিজিটাল কার্যক্রমের ক্ষেত্রে অ্যাডি সফট লিমিটেড সর্বদাই ভিকারুননিসা নূন স্কুলের পাশে রয়েছে এবং নিরলসভাবে সেবা প্রদান করে আসছে। ভিকারুননিসা নূন স্কুলের অনলাইন অ্যাডমিশন থেকে শুরু করে রেজাল্ট, অ্যাটেন্ডেন্স, ফিস, এস.এম.এস, শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের ডাটাবেজ সকল কার্যক্রমই তারা দক্ষভাবে ব্যবস্থাপনা করে আসছে।
আমরা তাদের উন্নতি কামনা করি।

Md. Kutub Uddin

Managing Director,
ACADEMIA

We are greatly obliged and thankful for your co-operation in helping us in using the ODHYYON School Management Software. You have been magnanimous enough to enable us to help us in managing the student data, sending SMS, Preparing result cards and also manage the account.
We would further need your help in enabling our work to be more easier and swift.
Your Co-Operation is Highly Appreciated.

ড. মো: ইদ্রিস আলী

প্রধান শিক্ষক
বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়

বিসিএসআইআর উচ্চ বিদ্যালয় ডিজিটালাইজেশনে অ্যাডি সফট লিমিটেড যথেষ্ট ভূমিকা পালন করে আসছে। অধ্যয়ন সফটওয়্যারটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ধরণের তথ্য, রেজাল্ট, বেতন, নোটিশ এস.এম.এস আকারে প্রেরণ ইত্যাদিসহ নানাবিধ কাজ খুব সহজেই এবং নির্ভুলভাবে পাওয়ায় প্রতিষ্ঠানের কার্যক্রমের গতিশীলতা বেড়েছে। অ্যাডি সফট লিমিটেডের এ কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানসহ আগামীর বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের লালিত স্বপ্ন, স্বপ্নের বাংলাদেশ যা তাঁর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা গঠনের লক্ষ্যে ভিশন ২০২১ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
আমি অ্যাডি সফ্‌ট লিমিটেডের উত্তরোত্তর উন্নতি কামনা করছি।

মোঃ আবু সাঈদ ভূঁইয়া

প্রধান শিক্ষক
ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা।

অ্যাডি সফট লিমিটেড ঢাকা কলেজিয়েট স্কুল ১লা এপ্রিল ২০১৫ থেকে তাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার এর মাধ্যমে সেবা প্রদান করে আসছেন। বিদ্যালয়ের ফি আদায়, ফলাফল তৈরী, অভিভাবকদের সাথে যোগাযোগ ছাত্র উপস্থিতি নির্ণয় ইত্যাদি কাজে সেবা প্রদান প্রশংসনীয়। তাদের এ প্রচেষ্টা বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমার প্রত্যাশা। আমি প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য কামনা করছি।

শাহরীন খান রূপা

প্রধান শিক্ষক
তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা।

ADDIE Soft Ltd. ২০১৫ সাল “তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়” এর অধ্যয়ন ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ অত্যন্ত সফলতার সাথে করে আসছে। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কর্মচারীবৃন্দ আমরা সবাই কাজের বিষয়ে সন্তুষ্ট। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া ADDIE Soft Ltd. এর একটি বড় গুণ। ADDIE Soft Ltd. উত্তর উত্তর আধুনিক কার্যক্রম গ্রহণ করবে বলে আমি আশা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ADDIE Soft Ltd. ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মো. ফরহাদ হোসেন

অধ্যক্ষ
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা।

প্রতিষ্ঠানের সকল ধরণের কার্যক্রমকে সময়োপযোগী ও গতিশীল করার জন্য অধ্যয়ন সফটওয়্যারটি একটি নির্ভরতার প্রতীক। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ডিজিটালাইজেশনে অ্যাডি সফট লিমিটেড আমাদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।
আমরা অ্যাডি সফট লিমিটেডের উত্তরোত্তর উন্নতি কামন করছি।

এম. নজরুল ইসলাম

অধ্যক্ষ
সালেহা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

ADDIE Soft Ltd. আমাদের প্রতিষ্ঠানে বেশ কিছুদিন ধরে কাজ করে আসছে। নতুন নতুন চিন্তা চেতনা এবং সেবা নিয়ে এগিয়ে যাবে এ প্রত্যাশায়

মোঃ আব্দুল খালেক

প্রধান শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ঢাকা।

School Management System এ সৃজনশীল অবদানে ADDIE Soft Ltd. অনবদ্য অবদান রেখে চলেছে। যা Digital Bangladesh বিনির্মাণে একটি মাইলফলক।